মালীগাঁও উচ্চ বিদ্যালয়

সভাপতি মহোদয়

জনাব সুনির্মল দেউরী

উপজেলা একাডেমিক সুপারভাইজার

ই-মেইল

: maligaonhighschool.71@gmail.com

প্রধান শিক্ষক মহোদয়

জনাব মোঃ শাহাদাত হোসেন

বি.কম. (সম্মান) এম.কম, বি.এড

যোগদান: ১৯-০১-২০১৯ খ্রি.

মোবাইল: ০১৬২৪-৬২০১৭৮.

ই-মেইল

: maligaonhighschool.71@gmail.com

বিদ্যালয়ের ইতিহাস

চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার অন্তর্গত ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালীগাঁও গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মালীগাঁও উচ্চ বিদ্যালয়টি ০১-০১-১৯৭১ খ্রিস্টাবে স্থাপিত হয়। মালীগাঁও যুবসংঘের উদ্যোগে জনাব আবুল হোসেন সাহেবের আন্তরিক প্রচেষ্টা সর্বোপরি এলাকাবসীর সহযোগিতায় মালিগাঁও বাজারের প্রাণকেন্দ্রে বিদ্যালয়টি স্থাপিত হয়।

প্রাথমিক অবস্থায় জনাব ফজলুল হক হেড মাস্টারের পরিচালনায় জনাব আবুল হসেন মজুমদার, জনাব মোঃ আবদুল মতিন এবং জনাব বেনুলাল শাহাজীসহ মাত্র ০৩ জন শিক্ষক আর ১১ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বেতনা বা সম্মানি ছাড়াই তিন জন শিক্ষক পাঠ দান শুরু করেন।  সেই থেকে আজ  ৩ জন খন্ডকালীন শিক্ষকসহ মোট ১৩ জন শিক্ষক ৫জন স্টাফ এবং ৪৬৭ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। প্র তিষ্ঠনের জন্য যাঁরা মূল্যবান সম্পদ দান করেন তাঁদের মধ্যে রয়েছেন জনাব মোঃ নূর মোহাম্মাদ মজুমদার, জনাব মোঃ আব্দুল ছাত্তার মজুমদার, জনাব মোঃ মফিজুর রহমান এবং আরও রয়েছেন জনাব ডাক্তার হর মোহন দেবনাথ, রাধা মোহন চন্দ্র দেবনাথ, ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ (বাঘা ডাক্তার) প্রমুখ।  ১৯৯০ সালে এই প্রতিষ্ঠানটি পূর্ণাংগ হাই স্কুল হিসেবে রূপ পায়।  

০১-০১-১৯৮৪ খ্রিস্টাব্দে এমপিওভুক্তি লাভ করে। ১৯৯০ খ্রি. থেকে অদ্যাবধি কেন্দ্রীয় পরীক্ষায় সুনামের সাথে ফলাফল অর্জন করে আসছ। অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োজিত রয়েছেন। অনেকে দেশের নামি দামি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। বিজ্ঞ পরিচালনা পর্ষদের পরিচালনায় দক্ষ প্রধান শিক্ষকের নেতৃত্বে  অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা অত্র মালিগাঁও উচ্চ বিদ্যালয়টির অগ্র যাত্রা অভ্যাহত রয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদে বিনির্মানে প্রযুক্তিনির্ভর দক্ষ নাগরিক গড়ার লক্ষে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

সভাপতির বাণী

সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম।।

সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা।  আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মালীগাঁও উচ্চ বিদ্যালয় অর্ধ শতাব্দীরও বেশি সময়  ধরে এই জনপদে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার আলো বিস্তার করে আসছে। আইসিটি ভিত্তিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। রয়েছে জেএসসি, এসএসসি পাবলিক পরীক্ষায় গৌরবোজ্জ্বল ফলাফল।  বৈষম্যহীন  বাংলাদেশ গড়ার লক্ষ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে।  অত্র প্রতিষ্ঠানটি দক্ষ কমিটির সুনিবিড় ব্যবস্থাপনায়, অভিজ্ঞ প্রধান শিক্ষক ও  এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীগণের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি

সভাপতি

ম্যানেজিং কমিটী (এডহক)

মালীগাঁও উচ্চ বিদ্যালয়

প্ররধান শিক্ষকের বাণী

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালীগাঁও গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মালীগাঁও উচ্চ বিদ্যালয়টি ০১-০১-১৯৭০ খ্রিস্টাবে স্থাপিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।  আমার পূর্বে অনেক প্রধান শিক্ষক সহকারি শিক্ষক মহোদয়গণ আন্তরিকার সাথে এই বিদ্যালয়ে শ্রম দিয়ে গেছেন। শিক্ষা জাতির মেরু দন্ড।  কিন্তু সেই শিক্ষা হতে হয় সুশিক্ষা, যার দ্বারা সমাজ, দেশ জাতী উপকৃত হয়।  বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টেক সই উন্নয়নের জন্য আইসিটি দক্ষতা সম্পন্ন দেশ প্রেমিক যোগ্য মানব সম্পদ গড়তে বদ্ধ পরিকর।  এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের জন্য সরকারি নির্দেশনা মোতাবে অত্র প্রতিষ্ঠানের এই ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা হয়েছে।  আশা করছি আমাদের এই ওয়েবসাইট সেতু বন্ধনের কাজ করবে।  আইসিটি নির্ভর দক্ষ নাগরিক গড়ার উদ্দেশ্য নিয়ে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।  আমদের এই লক্ষ উদ্দেশ্যকে বাস্তবে রুপ দিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের আন্তরিকতা অভ্যাহত থাকবে বলে আমি আশা বাদি   

শুভেচ্ছা ও ধন্যবাদান্তে:

মোঃ শাহাদাত হোসেন

প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়

ফটো গ্যালারি
Scroll to Top